April 14, 2018
বিয়ের পর নতুন পারিবারিক সম্পর্কের সূচনা
আমাদের জীবনের দ্বিতীয় ধাপ, বিয়ের পর, আমরা একটা নতুন জগতে পদার্পণ করি। নতুন ঘর, নতুন পরিবার, নতুন নিয়মনীতি সব মিলিয়ে এ যেন আপনার জীবন আবার নতুন করে শুরু। এমন ভিন্ন এক পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা এতোটা সহজ বলে মনে হচ্ছে না তাই না? তবে যতটা কঠিন বলে সবাই ঘাবড়ে যায় ব্যাপারটা ততোটাও কঠিন নয়।
যে কোন সম্পর্কের ক্ষেত্রে তার ভিত্তি খুবই গুরুত্বপূর্ণ।
বিয়ের পর প্রথম থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের সাথেও ভাল সম্পর্ক গড়ে তুলতে হবে। শ্বশুরবাড়িকে আপন করে নিন,তবে তারাও আপনাকে ভালবাসবে।
আলাপ আলোচনা…
নিয়মিত কথাবার্তা বলার মাধ্যমে একটা মানুষকে যেমন চেনা যায় তেমনি সম্পর্কও আরও গভীর ও দৃঢ় হয়।
- শ্বশুর বাড়ির সবার সাথে কথা বলতে হবে, বিশেষ করে শ্বশুর-শ্বাশুরির সাথে। তাদের জীবনের বিভিন্ন গল্প আগ্রহ নিয়ে শুনুন, যেমন তাদের বিয়ের গল্প, কিভাবে তাদের প্রথম দেখা হয়, কিভাবে বিয়ে হয়েছে বিয়েতে কোন হাস্যকর ঘটনা, তাদের বিভিন্ন অভিজ্ঞতা।
- তাদের পছন্দ অপছন্দ নিয়ে আপনার স্পাউস এর সাথে কথা বলুন, তাদের ব্যাপারে জানার চেষ্টা করুন যেন তাদের সাথে পছন্দ নিয়ে কথা বলতে পারেন।শ্বশুর-শ্বাশুরি ছাড়াও পরিবারের অন্যান্য সদস্য যেমন ননদ ও দেবরদের সাথে তাদের হবি কি, তারা কি করতে পছন্দ করে ইত্যাদি নিয়ে কথা বলা যায়।
- কিছু আলাদা সময় করে শুধুই শ্বশুর অথবা শ্বাশুরির সাথে তাদের ভাল লাগার কথা বলা যেতে পারে। এতে সম্পর্ক আরও দৃঢ় হবে।
তাদের অনুভুতির খেয়াল রাখা…
- তাদের মতামত কে প্রাধান্য দেওয়ার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করুন। মাঝে মাঝে তাদের কাছ থেকে নিয়মিত উপদেশ ও বিভিন্ন বিষয়ে মতামত চাইলে তাদের মনে আপনাকে নিয়ে এক ধরনের ভাল লাগা বোধের সৃষ্টি হবে।
- সব সময় কথার মাঝে বিনয়ী ভাব রাখার চেষ্টা করুন। যে কোন কথা বলার অথবা আপনার কোন মতবাদ উপস্থাপনের সময় খেয়াল রাখতে হবে যেন তাদের অনুভুতি কে আঘাত না করে।
- তাদের প্রতি আগ্রহ প্রকাশ করুন। তারা কোন খাবার পছন্দ করে তা মনে করে রান্না করা, তাদের বন্ধু, হবি, শখ এগুলোর ব্যাপারে প্রশ্ন করুন এতে তাদের উপর আপনার আগ্রহটা প্রকাশ পাবে।
অন্যান্য কার্যকলাপ…
- ছবি দেখার সময় ছবিতে কে কে আছে প্রশ্ন করুন, ছবির পেছনের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করুন।
- তাদের কোন কাজে আপনার জ্ঞান ও দক্ষতার দ্বারা সাহায্য করুন। যেমন তাদের স্বাস্থ্য বিষয়ক কোন সাহায্য লাগবে অথবা কোন প্রশ্ন আছে আপনি তথ্য প্রদানের মাধ্যমে তাদের সাহায্য করতে পারেন।
- মাঝে মাঝে শ্বশুর বা শ্বাশুড়ি অথবা দুজনের সাথেই একটা রেস্টুরেন্ট ডিনার অথবা কফিশপ-এ কিছু ভাল সময় কাটানো যেতে পারে।
- তাদের যেকোনো টেকনোলজিক্যাল হেল্প লাগলে সাড়া দিন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি, ফেসবুক বা ওয়াটস্যাপ চালানো, স্মার্ট ফোনের কায়দা কানুন ইত্যাদি জানতে তাদের সাহায্য করুন।
- মাসে একবার অথবা দু’মাসে একবার একটা ফ্যামিলি ট্রিপ-এ গেলে শ্বশুরবাড়ির বাকি সদস্যদের সাথেও একটা ভাল বন্ডিং তৈরি হয়।
[thb_gap height=”50″]
[thb_gap height=”35″][thb_postcarousel style=”style3″ columns=”5″][thb_gap height=”50″][thb_instagram style=”style2″ columns=”5″ link=”true” column_padding=”false” low_padding=”false” number=”9″]