ঢাকার বেস্ট ৫টি বার্গার শপ
Yes. Best Burgers. Take a look at these best burger places in Dhaka
তরুণ প্রজন্মের মধ্যে এখন বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে চেক-ইন দেওয়া ও নতুন নতুন দিয়ে খাবারের ছবি ইন্সটাগ্রামে দেওয়ার প্রচলন শুরু হয়েছে। তবে নতুন যত খাবার মেনু তে যোগ হোক না কেন বার্গার তার আগের স্থান এখন পর্যন্ত দখল করে আছে। আমার মত আপনাদের মধ্যেও এমন অনেকে আছে যারা ঢাকা শহরের বেস্ট বার্গারের খোঁজে বিভিন্ন রেস্টুরেন্ট খবর পেয়ে সেখানে গিয়ে হাজির হয়ে যায়। ঢাকা শহরের কিছু শপ আছে যেখানে আপনি পেতে পারেন আপনার পছন্দ অনুযায়ী বার্গার তা নিন্মে দেওয়া হল।
প্যাব্যুলাম
রাজধানীর শান্তিনগর এলাকায় অবস্থিত এই শপ বার্গারের জন্যই পরিচিত। এখানে আছে বহু ফ্লেভারের বিভিন্ন ধরনের বার্গার, আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝাল ও চিজ মডারেট করে নিতে পারেন। একাধিক মেয়ো ও সস এর সমন্বয়ে তৈরি প্যাব্যুলাম-এর বার্গারগুলো হয় এক্সট্রা জুসি যা আপনার টেস্টবাড কে দিবে নতুন স্বাদের অভিজ্ঞতা। স্মোকি বারবিকিউ বার্গার, গ্রিল্ চিকেন বার্গার ও গারলিক মেয়ো চিকেন বার্গার মাস্ট ট্রাই আইটেমগুলোর মধ্যে পরে।। এখানে বার্গারের পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাইস ও কোল্ড কফি ও খুব জনপ্রিয়।
ঠিকানাঃ ৪০,৪১ সিদ্ধেশ্বরী রোড, শান্তিনগর, ঢাকা
টেক-আউট
বনানী, উত্তরা ও ধানমন্ডি এই ৩টি আউটলেট নিয়ে টেক-আউট তাদের ইউনিক বার্গারের স্বাদে বর্তমানে বহুল আলোচিত একটি বার্গার শপ। টেক-আউটে আপনি এক্সপ্লোর করতে পারেন চিকেন ও বিফ এর পাশাপাশি বেকন (বিফ) ও মাশরুম বার্গার। তাই টিপিক্যাল বার্গার এর টেস্ট পরিবর্তনের জন্য আপনি ট্রাই করতে পারেন তাদের মাশরুম ক্যারামেল, বিফ এন্ড বেকন বার্গার ও টুইস্টার।
চিলক্স
ধানমন্ডি, বনানী ও মহাখালি শাখা নিয়ে চিলক্স তার বার্গারের জন্য ঢাকার ফুডিদের মধ্যে খুব পরিচিত একটি নাম। সফট বান, ওয়েল-কুকড চিকেন আর বিভিন্ন রকমের সস ও মেয়োর আবরনে জড়ানো বার্গার, বার্গার প্রেমিকদের ভাষায় একটু ‘Messy’ হলেও আপনি বাধ্য এই বার্গার কে আপনার ফেভরিট এর তালিকায় ফেলার।
ঠিকানাঃ ৬০, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা
বার্গার ল্যাব
আল্টিমেট বার্গার এক্সপেরিয়েন্স পেতে বার্গার ল্যাব আপনাকে দিচ্ছে আপনার বার্গার কাস্টোমাইজ করার সুযোগ। বসুন্ধরায় অবস্থিত এই ছোট বার্গার শপটি সুলভ মূল্যে স্পাইসি ও জুসি ফ্লেভারের পারফেক্ট কম্বো দিচ্ছে। তাদের সিগনেচার আইটেম স্টেক বার্গার একটি মাস্ট- ট্রাই বার্গার।
ঠিকানাঃ ১/১, কে ৫৪/৩ বসুন্ধরা রোড, ঢাকা-১২২৯
মি. বার্গার
খিলগাঁও এ অবস্থিত এই বার্গার শপটি ছোট একটি টেক-আওয়ে(Take away) থেকে শুরু করলেও তাদের বার্গারের জনপ্রিয়তা এখন একটি বড় বার্গার শপ এ তাদের পৌঁছে দিয়েছে। পিক্ল এর জুসি ফ্লেভার এবং মাস্টার্ড ও মেয়োর কম্বিনেশানে অসাধারন স্বাদে আপনি হারিয়ে যেতে বাধ্য হবেন। মি. পারফেক্ট ও মি. কাউবয় তাদের বার্গার গুলোর মধ্যে অন্যতম।
ঠিকানাঃ ৫৮৬, শহিদ বাকী রোড, খিলগাঁও
আপনাদের মধ্যে কেউ বার্গার লাভার হয়ে থাকলে আপনার বার্গার এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করুন। আমাদের তালিকার বাইরে আপনার পছন্দের কোন মাস্ট ট্রাই বার্গার থাকলে তা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে যেন বন্ধুদের নিয়ে নতুন কোন বার্গারের স্বাদ নিতে হাজির হতে পারি।