Take your relationship with your mother-in-law to the next level.

ছেলের বউ এবং শাশুড়ির মধ্যকার সম্পর্ক নিয়ে সকলের ভেতরেই নেতিবাচক ধারণা কাজ করে। কিন্তু যুগ পাল্টে গিয়েছে, শাশুড়ির সাথে মা-মেয়ের মতই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন দেখা যায় বর্তমানে।শাশুড়িকে বন্ধুর আসনে বসাতে তাঁর সাথে আচরণ করুন বন্ধুর মতই, মতামত নিন প্রয়োজনেতাঁর সাথে সহজ সম্পর্ক গড়ে তুলতে মেনে চলতে পারেন আমাদের নীচের ৩টি টিপস।

শাশুড়ি যখন বন্ধু - Bangalista

গল্প করুন, আড্ডা দিনঃ
বুঝে নিন শাশুড়ির পছন্দের বা শখের বিষয় কি কি। সমসাময়িক ঘটনা, জাতীয় বা বিশ্বরাজনীতি, ভ্রমণের বর্ণনা, এমনকি কোন গল্প বই নিয়ে আলোচনা করুন। মন দিয়ে শুনুন তাঁর মতামত। তাঁর শখের ব্যপারে জানতে চান, কিভাবে তিনি অনুপ্রেরিত হয়েছেন বা তাঁকেই পুনরায় উৎসাহ জোগান। আপনার পছন্দের বই বা চলচ্চিত্র তাকে সাজেস্ট করুন।মতের অমিলকে সানন্দে গ্রহণ করুন। এমনকি অফিসের ছোটখাট বিষয়ে তাঁর মতামত চাইতে পারেন, এতে করে তিনি গুরুত্বপূর্ণ অনুভব করবেন।

একসাথে কেনাকাটা করুন বা হাঁটতে বের হোনঃ
শাশুড়ির সাথে একসাথে বাজার করতে বা শপিং করতে যেতে পারেন। এতে করে দুইজনেই একে অপরের রুচি, পছন্দ – অপছন্দ সম্পর্কে জানতে পারবেন। শিখতেও পারবেন অনেক কিছু। তাঁকে মধ্যাহ্নভোজে নিতে পারেন। দু’জন মিলে দেখে আসুন কোন ভালো চলচ্চিত্র। সকালে বা সন্ধ্যায় হাঁটতে পারেন একসাথে। এতে করে শরীর-মন দুটোরই যত্ন হবে, পাশাপাশি চিনতে পারবেন আপনার সঙ্গীকেও।

রান্না করুন একসাথেঃ
শাশুড়ির কাছ থেকেই আপনি জেনে নিতে পারবেন প্রিয় মানুষগুলোর পছন্দের খাবারের নাম বা রেসিপি। কিংবা তাঁকেই চমকে দিন, রান্না করে খাওয়ান তাঁর পছন্দের কোন পদ। রান্নার সময় টুকিটাকি সহায়তা করুন, তাতে কাজটিও সম্পন্ন হবে তাড়াতাড়ি।

অবসর সময়ে দুই কাপ চা নিয়ে গল্প জুড়ে দিন শাশুড়ির সাথে, শেয়ার করুন আপনার পুরো দিনের অভিজ্ঞতা বা জানতে চান তাঁর দিনটি কেমন গেলো।  

[thb_gap height=”50″]

Related Articles

[thb_gap height=”35″][thb_postcarousel style=”style3″ columns=”5″][thb_gap height=”50″][thb_instagram style=”style2″ columns=”5″ link=”true” column_padding=”false” low_padding=”false” number=”9″]