যাচাই করুন প্রসাধনী
We often ignore reading the labels among other things and believe what is advertised to us while purchasing health products. Read below to know more about the ways you can avoid getting your hands on the wrong ones.
নিজেকে সাজাতে, একটু গুছিয়ে রাখতে চায় সবাই। আর এজন্যে সারাবছরই আমাদের ভরসা করতে হয় নানা রকম প্রসাধনী সামগ্রীর ওপর। আর বাহারি মোড়ক ও উপস্থাপনের চাকচিক্যে আমরা কিনে ফেলি অনেক ক্ষতিকর পন্য। কিন্তু একটু সাবধান হলেই আপনি নিজেই এই ধরনের পরিস্থিতি থেকে সুরক্ষিত থাকতে পারেন! আসুন জেনে নিই প্রসাধনীর আসল-নকল চেনার কিছু উপায়। উপায়গুলো জানা থাকলে আপনাকে আর নকল পন্য কিনে ঠকতে হবে না।
বর্তমানে মার্কেট এবং ফেসবুক অনলাইন পেজগুলোতে নকল (রেপলিকা) প্রসাধনী কেনাবেচা বেশ বেড়ে গেছে। দেখতে একইরকম ও দাম কম হওয়ায় না বুঝেই অনেকে এসব কিনছেন। কিন্তু এসব নকল প্রসাধনী আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতিকারক! এসব ব্যবহারে পরবর্তীতে বিভিন্ন চর্ম রোগ হতে পারে, এমন কি ক্যান্সারও হতে পারে।
সিল ও প্যাকেজিং
প্রসাধনী কেনার সময় প্রথমেই দেখে নিতে হবে এর সিল ঠিক আছে কিনা! সিল খোলা প্রসাধনী কখনই ঠিক নয়। এতে নষ্ট পণ্য কেনার সম্ভাবনা থাকে।
খেয়াল করুন লোগোটি একই জায়গায় বসানো কিনা! কারন আসল কোম্পানির সব প্রোডাকশন একই রকম হয়। অর্থাৎ প্রত্যেক স্টিকার প্রতিটা পণ্যের ঠিক একই জায়গায় থাকবে।
অনুমোদিত বিক্রেতার কাছ থেকে পণ্য কিনুন
দোকান বড় হলেই কিন্তু পণ্য নির্ভেজাল হয় না। আপনি যে ব্র্যান্ডের পণ্য কিনতে চান তাদের অফিসিয়াল সাইটে প্রবেশ করে দেখে নিন দেশের কোথায় কোথায় তাদের ডিলার, সেলার বা অনুমোদিত বিক্রয়স্থল রয়েছে? শুধু এসব জায়গা থেকেই পণ্য কিনুন। সহজেই বাঁচতে পারবেন নকল থেকে।
রিভিউ
পণ্যটি যে ব্যবহার করেছে সে-ই পণ্যটি সম্পর্কে ভালো বলতে পারবে। তাই কোনো পণ্য কেনার আগে তার রিভিউ পড়ে নিন। মানুষ পণ্যটি সম্পর্কে কি বলে তা জেনে নিন এবং সব বিবেচনা করে সিদ্ধান্ত নিন।
ওয়েব সাইট চেক
যে কোনও ব্র্যান্ড এর পন্য কেনার আগে ভালো করে তাদের ওয়েব সাইট দেখে নিন। ওয়েব সাইটে নেই এমন পণ্য বাজারে যদি দেখতে পান? তাহলে বুঝতে নিশ্চয়ই বাকি নেই যে, আপনার প্রাপ্ত পণ্যটি নকল।