No matter how old you are, it’s never too late to learn something new. Read below to learn about how it can help you take on a better lifestyle.

“বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র
নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র”

পরিবর্তনশীল এই বিশ্বে আমাদের জ্ঞান হবার পর থেকেই আমরা প্রতিনিয়ত নতুন কিছু না কিছু শিখছি। শিক্ষা গ্রহনের জন্য শুধু যে ছাত্র জীবনটাই বরাদ্দ এই ধারনা ভুল! আর তাই তো বলা হয় শেখার কোন বয়স নাই। তাই নতুন কিছু শেখার জন্য মনকে সর্বদা উন্মুক্ত রাখতে হবে।

যে কোন কিছু শেখার ক্ষেত্রে আমরা এর ব্যবহারিক প্রয়োগের কথা চিন্তা করি। ফলে আমরা সেই শিক্ষাটাই গ্রহন করতে আগ্রহী হই যার প্রয়োগ আমরা তাৎক্ষণিক করতে পারি। কিন্তু সব শিক্ষাই যে আমরা এখনই প্রয়োগ করতে পারবো এটা ভাবা ঠিক নয়। আজকের কোন শিক্ষা আমাদের ভবিষ্যতের কোন এক অধ্যায়ে কাজে আসবেই।

Learn something new - Bangalista

জ্ঞানের পরিসর বাড়ার সাথে সাথে আপনার দৃষ্টিকোণে পরিবর্তন আসে, আসে ভিন্নতা। কোন বিষয়ে একভাবে চিন্তা করার পরিবর্তে আপনি বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করতে পারেন। নতুন বিষয় শেখার মাধ্যমে মানসিকতার বিকাশ ঘটে এবং আপনি হয়ে ওঠেন দৃঢ় মানসিকতার অধিকারী! নতুন কিছুর অভিজ্ঞতাই আপনাকে সংস্কারহীন মুক্তমনা মানুষে পরিণত করে। শিক্ষার আসল সৌন্দর্য এর মাঝেই নিহিত।

চাকরির ক্ষেত্রে নতুন দক্ষতা অর্জন মানেই আপনার সিভি-তে একটা বোনাস পয়েন্ট! সিভি যখন বাড়তি দক্ষতা বা অভিজ্ঞতার পরিচয় বহন করে, নিয়োগকর্তার উপর তখন আপনার ইতিবাচক প্রভাব ইতোমধ্যে পড়ে গিয়েছে। তাই যত বেশি ভারি সিভি চাকরি পাবার সম্ভাবনাও ততবেশি।

আপনার জানা জিনিসের মধ্যেই নিজেকে অভিজ্ঞ করে নিন। যে কোন বিষয়ে অগ্রগতি বা জ্ঞান সম্প্রসারণের দ্বার সর্বদা উন্মোচন থাকে! আপনার প্যাশান বা প্রফেশান ফিল্ডে নিজেকে বিশেষজ্ঞে পরিণত করুন। আপনার কোন বিষয়ে যে জ্ঞান আছে? তা বর্ধন করুন যেন অন্তত সেই বিষয়ে আপনার কাছে সম্ভাব্য সব উত্তর পাওয়া যায়। এতে অভিজ্ঞতার সাথেসাথে আত্মবিশ্বাসও বহু গুনে বেড়ে যাবে।

Learn something new - Bangalista

আর অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস যখন পাশাপাশি? সাফল্য তখন আপনার দ্বার প্রান্তে। ফলে নিজেকে যে কোন নতুন পরিবেশে খাপ খাওয়ানো আপনার কাছে সহজ হয়ে যাবে! জ্ঞান ও অভিজ্ঞতার বলে আপনি যে কোন আলোচনায় মতামত প্রদানের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন।

শুধু তাই নয়! অভিজ্ঞতার পাশাপাশি আপনি খুঁজে পান সমস্যা সমাধানের ভিন্ন পথ। নতুন কিছু শেখার মাধ্যমে আপনি হতে পারেন প্রত্যুৎপন্নমতি অর্থাৎ উপস্থিত জ্ঞানের চমৎকার উপস্থাপন ক্ষমতা। এভাবে আপনি যে কোন সমস্যা সমাধানে নিজের ব্যক্তিত্বকে আরো প্রখরভাবে উপস্থাপন করতে পারবেন।

জ্ঞানার্জনের মাধ্যমে আপনার মধ্যে নতুন কিছু করার উদ্দীপনা আসে। ফলে কাজ করার পদ্ধতিতে আসে সৃজনশীলতা এবং আপনার কাজও হয় ফলপ্রসূ! তাই প্রতিদিন নতুন কিছু শেখার মাধ্যমে জীবনযাপন পদ্ধতিকে করুন আরও সুন্দর, সহজ ও সুনিপুণ।
  • Read more about how beneficial it is for us to learn something new everyday for a healthier living here.
  • It is always fun to learn something new. Read about the importance of learning a third language here.
[thb_gap height=”50″][thb_postcategory style=”style7″ title_style=”style3″ cat=”113″]