পাশে থাকুক প্রিয় বন্ধু
“My best friend is the one who brings out the best in me”. – Henry Ford. Indeed, a best friend is the one who understands us in our crisis and accepts us just as we are.
বন্ধু কেমন আছো? কেমন আছো আজ
তোমায় পড়ছে মনে ভুলে সকল কাজ!!
জীবনে এমন সময়ও আসে যখন আমরা দিশেহারা হয়ে যাই। আশেপাশের সবকিছু যেন ঘোলাটে হয়ে যায়। আর এমন সংকটময় মুহূর্তে প্রায়ই আমরা যাকে পাশে পাই সে হচ্ছে প্রিয় বন্ধু।
বন্ধু মানে শুধুই গল্প, আড্ডা আর গান নয়। বরং মনের সব অনুভূতি ভাগাভাগি করা যায় তাঁর সাথে।
তাই পরিবারের বাইরে একান্ত একজন বন্ধু থাকা কেবল জরুরী নয় বিশেষ প্রয়োজন।
মাঝে মাঝে প্রিয় বন্ধুর সাথে কথা বলাই যেন মন ভাল করে দেওয়ার একমাত্র উপায় হয়ে যায়।
যত হতাশাগ্রস্থই হয়ে যান না কেন তখন দরকার বেস্ট-ফ্রেন্ড থেরাপি। কেননা জীবনে যত সমস্যাই হোক না কেন? তাদের সাথে কথা বললে যেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়।
আপনার জীবনে হয়ত নতুন কিছু ঘটতে পারে কিংবা অদূর ভবিষ্যতে ঘটবে। কিন্তু সেই বিষয়ে প্রিয় বন্ধুকে পরিকল্পনার কথা বলতে পারেন অনায়াসে। আসলে এমন কোন কথা নেই যা বেস্ট-ফ্রেন্ড কে না বলে থাকা যায়। সে হচ্ছে আপনার সিক্রেট-বক্স যার। কাছে আপনি শেয়ার করতে পারেন আপনার মনের সব কথা।
প্রিয় বন্ধুটি এমনই একজন যার পাশে থাকলে আপনার বিষণ্ণতা কেটে যায়। কঠিন সময়ে সে আমাদের হাসতে শেখায়। জীবন নিয়ে যখন আমরা হতাশার সাগরে ডুবে থাকি সে আমাদের আশা নিয়ে বাঁচতে শিখায়।
ছায়ার মত সর্বদা সব অবস্থায় আপনার পাশে যে মানুষটিকে আপনি নিঃসন্দেহে যাকে কাছে পাবেন সে আপনার বন্ধু। সে কখনো উপদেশ দিয়ে, কখনো ঠাট্টা করে আবার কখনো শাসন করে আপনাকে সঠিক পথে নিয়ে আসে। প্রিয় বন্ধুটির সাথে যত ঝগড়া বা খুনসুটি হোক না কেন দিন শেষে আপনি সব মান অভিমান ভুলে আবার ঠিক হয়ে যান।
বন্ধুর সাপোর্ট থাকলে ইচ্ছে করে সুস্থ্য থাকতে, ফিট থাকতে ও জীবনকে শৃঙ্খলার মধ্যে রাখতে।
অর্থাৎ প্রিয় বন্ধুটির উপস্থিতিতে মানসিক সুস্থতার পাশাপাশি আপনার শারীরিক সুস্থতাও নিশ্চিত হয়। মন খারাপের সময় সেই আপনাকে অনুপ্রাণিত করবে।
আপনার জীবনে বন্ধু একটা বড় অংশ জুড়ে রয়েছে। যে কোন সিদ্ধান্তে, যে কোন ঝামেলায় নির্দ্বিধায় তাকে কাছে পাবেন। আর কথা যখন প্রিয় বন্ধুর তখন তো বন্ধুত্বের সংজ্ঞায় আরও অনেক কিছু যোগ হয়ে যায়! বেস্ট ফ্রেন্ড শুধু বন্ধুই নয় বরং সে আপনার মনের সবচাইতে কাছের মানুষগুলোর মধ্যে একজন হিসেবে জায়গা করে নেয়।